Sabrina Tahsin
তখন আমি কলেজের ২য় বর্ষে অধ্যয়ন করি। নির্বাচনী পরীক্ষা সন্নিকটে। প্রায় এক মাস বাকি। কিন্তু গৃহস্থের অন্যান্য দিক এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে এতটাই মানসিক চাপের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছিল যে পরীক্ষার জন্য যা যা পড়েছিলাম সব মস্তিষ্ক থেকে যেন বিলীন হয়ে যাচ্ছে ! এজন্য আমি চরম হতাশার গহীন সমুদ্রে নিমজ্জিত হই। প্রথমে আমি আমার পরিবারের কাউকে বিষয়টা জানাই নি। নিজেকে অভয় দিয়ে নিজে থেকেই এই সমস্যা সমাধানের জন্য প্রস্তুত হই। কিন্ত বই নিয়ে পড়তে বসলে কোনভাবেই কোনো পড়া আত্মস্থ করতে পারি না। তাই আমার মন বিষণ্ণ হয়ে পড়ে। আর ২০ দিন পর পরীক্ষা ।মনে মনে ভাবি এতো অল্প সময়ে আমি সিলেবাস শেষ করবোকীভাবে? চরম হতাশায় ঝোকের মাথায় বলেই ফেলি "আমি পরীক্ষার দিবো না "। আমার এ কথা শুনে মা -বাবা দু'জনেই খুবই চিন্তিত হয়ে পড়েন। উনাদের চিন্তিত দেখে ঠান্ডা মাথায় চিন্তা করে পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করলাম। আম্মুকে আমার সমস্যার কথা জানালাম। আম্মু তখন আমার পাশে ছিলেন। পড়াশোনার যাবতীয় সাহায্য করেছিলেন। আমার মনে আত্মবিশ্বাস জাগ্রত হয়। আমি আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ গ্রহণ করি এবং কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হই । এই সফলতা আমার কাছে চূড়ান্ত বিজয়ের চেয়ে কোনো অংশ এ কম না...