শেখানোর মধ্য দিয়ে বিজয়

Sadik Sadman

সবার জীবনে একটি বিজয়ের গল্প থাকে। প্রত্যেকের কিছু স্বপ্ন থাকে। আর যখন সেটি পূরণ হয় তখন মনে হয় বিজয় অর্জিত হয়েছে। ১৯৭১ সালে আমাদের দেশটিও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখে চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। ২০১৬ সালে আমি তখন দশম শ্রেনীর ছাত্র। পড়াশোনার অনেক কিছু বুঝতে না পারলে অনলাইনের সাহায্য নিতাম। বিভিন্ন ভিডিও ক্লাস নিতাম। ‌ আমিও স্বপ্ন দেখতাম একদিন আমিও এভাবে অনলাইনে অন্যকে কিছু শেখাবো। শেখাতে পারার মধ্যে আমার অনেক আনন্দ কাজ করে। এরপর ২০২০ সাল । করোনা চলাকালীন লকডাউনের সময়ে বন্ধ হয়ে যায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শেখানোর ইচ্ছেটা আরো বেশি জাগ্রত হয়। যুক্ত হই দেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্লাটফর্ম রবি টেন মিনিট স্কুলের সাথে। বিভিন্ন লাইভ ক্লাস নেওয়ার সময় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের পাই। তখন মনের মধ্যে একটি অন্যরকম এর আত্মতৃপ্তি অনুভব করি। শেখানোর মাধ্যমে যে এক অদ্ভুত আনন্দ কাজ করে তা আমার আরও বেশি মনে হতে থাকে। বিজয়ের স্বাদ কতটা মিষ্টি তা হয়তো আমি জানি না। তবে মানুষের উপকার ও ভালো করে যে আনন্দ পাওয়া যায় তা আমার কাছে বিজয়ের সমতুল্য।