Shahriar Ahmed Bappy
আমি শাহরিয়ার আহমেদ বাপপি আমার জীবনের বড় একটি গল্প শেয়ার করছি। আমি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি l এর সাথে আমি বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি l এর মাধ্যমে আমি অনেকবার বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছি l এর শুরুটা ১৯৯৭ সালে যখন ক্লাস সেভেনে পড়তাম রেডিওতে চিঠি লেখার মাধ্যমে l এর আগে রেডিও শুনতাম চিঠি লিখতাম না l রেডিও থেকে অনেকবার বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছি l এরপর প্রাইজবন্ড থেকে শুরু করে অনেক পুরস্কার পেয়েছিলাম l আব্বু আম্মু অনেক খুশি হতো l মাঝে মাঝে স্কুল বন্ধ থাকলে আব্বু আম্মু আমার চিঠি পোস্ট করে দিত l সে এক সোনালী অতীত l এরপর ২০০৩ সালে এইচ এস সি পরীক্ষার দুই তিন মাস আগে সব বন্ধ করে পড়াশোনায় মনোযোগী হই l এরপর জীবনের অনেক সময় পার হলো l আর কোন কুইজে অংশ নেইনি l ২০১৯ সালে বিশ্বকাপের মাধমে আবার কুইজে ফেরা l যা এখন চলছে l এখানেও আবার সাফল্য আবার বিজয় lএর সাথে বেতারেও চিঠি লিখছি ও ইমেইল করছি lএর মধ্যে সেরা পুরস্কার স্মার্ট ফোন, রাউটার,ব্যাগ,বাংলাদেশ দলের জার্সি l বিভিন্ন এপ্স এ কুইজ খেলেও প্রচুর কয়েন পেয়েছি l এভাবে সামনে এগিয়ে যেতে চাই ইনশা আল্লাহ l দৃঢ় সংকল্প যা এনে দিয়েছে বিজয়ের স্বাদ আমার নিরব সংগ্রামে l