বিজয়ের গল্প

Shemu Akhter

স্বাধীনতার ৪৫ বৎসরেও আমরা পুরোপুরি স্বাধীন নই। একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি। কিন্তু পাইনি শান্তিতে বেঁচে থাকার মতো নিশ্চয়তা। নিশ্চিত হয়নি পাঁচটি মৌলিক অধিকার। নিশ্চিত মৃত্যু জেনেও দেশ স্বাধীনের জন্য আমরা যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পড়েছি দল, মত, জাতি ধর্ম নির্বিশেষে। আজ নেই সেই ভ্রাতৃত্ববোধ, একতা। যার কারনে যারা ভালো আছে, আছেই। অন্যরা সীমাহীন দূর্ভোগে দিনযাপন করছে। তবুও আশাহত হন না স্বাধিনতার পক্ষের দেশপ্রেমিক মানুষেরা । দীর্ঘ ৯ মাস রক্তয়ী যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছেন যে সব মুক্তিকামি মানুষেরা। দীর্ঘ ৪৫ বৎসরেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পান নি কি হয়েছে, ? বিজয়ের মতো কোটি কোটি শিশুদের হাত ধরেই হয়তো এ দেশের কোটি কোটি মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। মানুষে মানুষে একতা তৈরী হবে। জাতি ধর্ম নিয়ে হানাহানি ভেদাবেদ বন্ধ হবে, সর্বোপরি বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হবে একটি আদর্শ বাংলাদেশ।