লেখক হবার গল্প

মিলন কান্তি দাস

২০০২ সাল,ডিসেম্বর মাস শেষ হতে চলেছে। আমি তখন সদ্য ইন্টারমিডিয়েট পাশ।তখন বাসায় বসে খুব বেশী খবরের কাগজ পড়তাম।বড় বড় কলামিস্টদের কলামগুলো খুব বেশী পড়তাম।হঠাত একদিন মনে হলো,একটি কলাম লিখে স্থানীয় কোন পত্রিকা অফিসে জমা দেবো।অতপর লিখতে বসি এবং ৩/৪ দিনে লিখাটি শেষ করি।লিখাটির শিরোনাম দেই "বিশ্বাবাসীর প্রত্যাশার হোক-২০০৩"। এখন পত্রিকা অফিসে দেবার পালা।অবশেষে সিলেটের স্থানীয় একটি পত্রিকা অফিসে লিখাটি জমা দেই।কলামটি প্রায় ৫/৬ পৃষ্টার ছিলো। আশ্চর্য্যজনক হলেও সত্য যে,লিখাটি জমা দেবার পরেরদিনই এই পত্রিকার লিড কলাম হিসাবে ছাপা হয়।সেই ছাপা হবার পিছনে কোন ধরনের তদবির ছিলো না।পত্রিকাটি হাতে নিয়ে আমি তখন আনন্দে আত্মহারা। সেই থেকে শুরু।তারপর অসংখ্য অগনিত কলাম স্থানীয় পত্রিকায় লিখেছি। জীবনের প্রথম লিখা কলামটি পত্রিকা অফিসে জমা দেবার একদিনের ভিতরে ছাপা হবে এটা আমি কিছুতেই ভাবতেই পারিনি।সেই থেকে লেখক হিসাবে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।আমি এই ছাপাটিকে আমার জীবনের অন্যতম বিজয় হিসেবে মনে করি।