আমার গল্প

Saria Tasnin Aboni

আমি সারিয়া তাসনিন অবনি। আমি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থী ব্যাচ - ২০২২। আমার শখ ফটোগ্রাফি করা। বলতে গেলে আমি পেশায় শিক্ষার্থী হেলও আমি একজন অ্যামাচিওর ফটোগ্রাফার। যখন আমি নবম শ্রেণিতে পড়ি তখন থেকেই আমার এই শখ শুরু হয়। ধীরে ধীরে আমি আমার ফটোগ্রাফি গুলোকে এবং আমার এই ফটোগ্রাফি গুলোকে আরও উন্নত করতে আমি বিভিন্ন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি। তখন মা,বোন পরিবার সহ আমাকে অনেক কথা শুনাতে লাগলো। বলে, সারাদিন এতো ফটোগ্রাফি করিস কয়টাতে জিতছিস,, পরীক্ষায় গিয়ে ফটোগ্রাফি লিখে দিয়ে আসিস।এই একই কথা আমার পরিবার আমার খালামণিদের কাছে বলতো। তখন আমার শুনতে আমার অনেক খারাপ লাগতো। বোন বলে এসব ফটোগ্রাফি টাফি করা বাদ দাও। দেখিও আবার এগুলো লিখে দিয়ে আসিও না যেনো। আবার এসব কথা আমার বর চাচি শুনে আমাকি নিয়ে তার ছেলেদের সামনে অনেক হাসাহাসি করতো। কিন্তু আমি চুপ ছাড়া আর কিছুই করতে পারি নি। তারপর ধীরে ধীরে ফটোগ্রাফি এর পাশাপাশি ক্যাম্পাস অ্যাম্বাসেডরেও যোগ দেই।এই জিনিস টাকেও ফটোগ্রাফি এর মতো করে নিয়ে হাসাহাসি করে। কিন্তু অবশেষে আামার পরিশ্রম এর ফল চলেই আসলো। আমি ড্রিমার্স বাংলাদেশ থেকে ফটোগ্রাফি তে তৃতীয় স্থান অর্জন করি। এরপর ক্রিয়েটিভ স্টার এ আমি ফটোগ্রাফি তে চ্যাম্পিয়ন এবং বেস্ট ওফ বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর পুরষ্কার অর্জন করি। তাছাড়া ক্রিয়টিনো ইননোভিস্তা থেকে বেস্ট কো অর্ডিনেটর, বাংলাদেশ রেড ক্রেসেন্ট থেকে ফটোগ্রাফি তে অনোরেবল মেনশন অ্যাওয়ার্ড, পোস্টার ডিজাইনিং এ সেকেন্ড সহ সত্তরটি সার্টিফিকেট, ক্রেস্ট এবং মেডেল অর্জন করি। এখন আমার বাবা-মা আমার নিয়ে গর্ব করে এবং মহান আল্লাহ তায়ালার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করে।