বিজয় উল্লাসে সোনার বাংলাদেশ।

Md.Rajibul Islam

বিজয় বিজয় বিজয় হে দে তোরা বিজয়ের উল্লাস, মার তোরা চাবুক, পাক হানাদারকে করে দে লাশ । জয় জয় হে বাংলার জয়, কর তোরা উল্লাস, নেই কোনো ভয় । করিসনে তোরা কোনো ডর, হানাদার রাজাকারদের মেরে দে চড় । হে তোরা মেরে দে চড় । মোদের বাংলা নয় কারো অধীন, আমার সোনার বাংলা যে চির স্বাধীন । আজিকে মোদের আনন্দের উল্লাস, রাজাকার দেখলে করে দিবি লাশ, হে তোরা করে দিবি লাশ । বিজয়ের লাল সবুজের পতাকা উড়া, আবার মোদের পতাকা যাবে এভারেষ্টের সর্বোচ্চ চূড়া । মার তোরা পাথর মার,মার তোরা খন্জর মার, হে বিজয়ের উল্লাসে তোরা সবাই ফেটে পর । মর তোরা পাকিস্তানি দালাল আর হানাদার কানাই, শহীদ আর বীরঙ্গনাদের সহস্র সালাম জানাই । আমার বাংলা বিজয়ের হবে নাকো শেষ, পৃথিবীর বুকে আমার বাংলাই একমাত্র সোনার বাংলাদেশ।