হার না মানা অদম্য পথিক

Aminul Islam

আমি আমিনুল ইসলাম। বাবা বর্তমানে ভ্যান চালক।ছোট বেলা থেকে পড়ালেখায় বেশ মেধাবী ছিলাম।প্রাইমারি শিক্ষা শেষ করে মাধ্যমিকে পদার্পণ করলাম তারপর উচ্চমাধ্যমিক। পরীক্ষার ফলও ছিল ভালো।উচ্চমাধ্যমিক এ যখন পরীক্ষার ফরম পূরণ হবে তখন আমার বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়।তার কাছে ফরম পূরণের টাকা চাইলে সে আমাকে প্রত্যাখান করে বলে মাঠে কাজে যাও।সেদিন মার স্বপ্ন গুলো অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছিল তখন আমার মা আমার স্বপ্ন পূরনের পথকে প্রসস্ত করে দিয়েছিল।তখন থেকেই শুরু হয় আমার জীবন সংগ্রাম। আমি আমার আপনজনদের থেকে সেদিন কোনো সাহায্য পাইনি।এরপর আমি টিউশনি করাতে শুরু করি এবং একটা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে চাকুরী নিয়।অল্পদিনেই এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠি।সেই থেকে আমি আমার যাবতীয় ব্যয়ভার বহন করতে সক্ষম হয়েছি।এছাড়া আমি আমার মা কেও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে অর্থ দিয়ে সাহায্য করি।আমি বর্তমানে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়ন করছি।আমার লেখাপড়ার যাবতীয় ব্যয় আমি নিজেই বহন করছি এবং আমি স্বাধীনভাবে আমার ইচ্ছা গুলো পূরণ করতে পারছি।আজ কারও দিকে কোন কিছুর জন্য আমার অপেক্ষা করতে হয় না।আমার এই বিজয়ের একমাত্র সঙ্গী আমার মা।আমার মায়ের মত হাজার হাজার মা বেঁচে থাক তাদের সন্তানের হৃদয়ে।আমার এই বিজয় অর্জনে আমি গর্বিত। আমার এই বিজয় স্থায়ী হোক আমার সমস্ত জীবনভর। ❤️❤️❤️