Aysha Tushi
হুট করেই কিছুদিন আগের ভালো লাগা গুলো মন্দ লাগায় পরিণত হয়ে গেলে! অত:পর আপনার কি ভালো লাগে আর কি মন্দ লাগে এই হিসেবটা চলমান জীবনের সাথে মিলাতে না পারলে, আপনার মনে হতেই পারে- 'নিজের কাছে নিজেকেই বড্ড অসহায় লাগার মত খারাপ সময়.... এই জীবনে বোধ হয় দ্বিতীয়টি নেই!' ভরা মজলিসে প্রিয় মানুষের থেকে পাওয়া অপমান কিংবা খুব কাছের মানুষের হঠাৎ মৃত্যুতে...যে কষ্ট টা বুকে গেঁথে যায়, তার থেকে রেহাই পাওয়ার কৌশল সবাই জানে না! যেমন আড়ালে দু'হাত দিয়ে কান্না মুছে, সম্মুখে অনেকেই বলে- ভালো আছি, বেশ ভালো আছি! এক বিন্দু নিখুঁত শান্তি পাওয়ার জন্য ফ্রেমে বন্দী প্রিয় মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটাও জানে- যে চলে গেছে, সে না ফেরার উদ্দেশ্যেই চলে গেছে। তবুও তাকে নিত্যদিন মনে রাখাটা অভ্যাস। কারো প্রতি ভালোবাসা একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে,সাধ্য কোথায় তাকে মন থেকে আলাদা রাখার! কিন্তু আমি ভুল গেছি