Labony Khondoker
আমার মায়ের আমরা ৫টা মেয়ে। যেহেতু ৫টাই মেয়ে মা কে কথা শুনতে হয়েছে অনেক। হতাশা তার চোখে মুখে সব সময় ঘুরে বেরাতো।সংসারের হাল ধরবে কে, তাইতো যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকেই প্রতিজ্ঞা করেছি আমি একদিন না একদিন নিজের পায়ে দাঁড়ব।পরিবারের পাসে দাঁড়ব।আমি সহ আমার ২ বোন চাকরি করে এগিয়ে নিয়ে গিয়েছি পরিবার কে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।জীবনে অনেক কষ্ট বাধা বিপওি পেরিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছি।মাকে আর চিন্তা করতে হয়নি যে তার ছেলে নেই। আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন।জীবনের অনেক সুখ বওলীন করে দিয়েছেন আমাদের জন্য। তাইতো আল্লাহ আমাদের সাহায্য করেছেন আমাদের ভালো রেখেছেন। সবাই দোয়া করবেন যেনো আমরা আমার মাকে ভালো রাখতে পারি আমরা করেছি জয়