পথচলা ফাউন্ডেশন বাংলাদেশের যুব দিবস ২০২২ উদযাপন।

Abdullah

পথচলা ফাউন্ডেশন বাংলাদেশ এবং মুভার্স টিম চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভায় যোগদানের মাধ্যমে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে এবং তরুণদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উদ্যমের কথা মাথায় রেখে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হল ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। চট্টগ্রাম সিটি যুব দিবস ২০২২ কর্মসূচির আলোচনায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার) পুলিশ কমিশনার, সিএমপি, মোঃ মমিনুর রহমান, জেলা প্রশাসক, চট্টগ্রাম, প্রজেশ কুমার সাহা, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম ও পথচলা ফাউন্ডেশন বাংলাদেশ। যুব স্বেচ্ছাসেবকরা র‌্যালি ও আলোচনায় অংশ নেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জাহান উদ্দিন, অফিসার, যুব উন্নয়ন অধিদপ্তর, কোতোয়ালী জোন, চট্টগ্রাম। জনাব প্রজেশ কুমার সাহা, ডেপুটি ডিরেক্টর, যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম বলেছেন যে যুব সংগঠনগুলি যুবদের দক্ষতা বিকাশের জন্য মহামারী পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা পালন করে এবং যুব অধিদপ্তর এই যুব সংগঠনগুলিকে দক্ষতা বিকাশের উদ্যোগের বিকাশে সহায়তা করে। পথচলা ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও তৃতীয় লিঙ্গ সমাজকর্মী মনীষা মীম নিপুন হিজড়া এই বিষয়ে কথা বলেছেন যে সরকার, কারিগরী-দক্ষতা উন্নয়নমূলক সংস্থা ও এনজিওগুলিকে তৃণমূল পর্যায়ে কাজ করার পাশাপাশি হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় যুবকদের দক্ষতা বিকাশের জন্য প্রত্যন্ত এলাকায়ও পৌঁছাতে কঠোরভাবে কাজ করা উচিত। সিমি হিজড়া, একজন তৃতীয় লিঙ্গ ও বিভাগীয় নেত্রী, পথচলা ফাউন্ডেশন বাংলাদেশ ফোকাস করেছে যে কারিগরী শিক্ষার বিকল্প রয়েছে পাশাপাশি প্রশিক্ষণ একটি দক্ষ তৃতীয় লিঙ্গ বা লিঙ্গ সংখ্যালঘু যুব প্রজন্ম গড়ে তুলতে পারে। পথচলা ফাউন্ডেশন বাংলাদেশ মুভার্স (ইউএনডিপি)র সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে লিঙ্গ সংখ্যালঘুসহ তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। এছাড়া, ২০২১ সালে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে শেখ হাসিনা জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২০ অর্জন করে পথচলা ফাউন্ডেশন বাংলাদেশে।