Abdullah
মা আমাদের কাছে বেসি পরিচিত।আমরা মায়ের পেটে দশ মাস দশ দিন পেটে রেখে আমাদের বড় করেছে।মা ছাড়া পৃথিবী অন্ধ।আমরা অসুস্থ হলে সবার আগে আসে মা।মায়ের পায়ের নিছে সন্তানের বেহেশত। আমদে ছোট বেলা থেকে মুখের কথা ফুটে মা বলে।ছোট বেলায় আমরা মা কে ছাড়া কাউকে চিনতে পারি না।আমরা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি।ছোট বেলায় আমাদে প্রসাব,পায়খানা সবি মা সাপ করতেন।তা আমাদের মনে পড়ে কি জানিনা।কিন্তু মা আমাদের অনেক কষ্ট বড় করে তুলে। আমরা একটু বড় হলে মা আমাদের বলেন।কাউকে মিথ্যা কথা বলবেনা।কারো খতি করবে না।খতি করলে আল্লাহ পাপ করবে।তার পরে আমাদের লেখা পড়া সেখাই মা।মা আমাদের শিক্ষা দান করেন।তা পরে আমরা আস্তে আস্তে শিখে য়াই সব কিছু। আমরা বড় হয়ে কিছু করতে পারি সে জন্য।মা আল্লাহ কাছে দোয়া করেন। আজএই পয়ন্ত আল্লাহ হাফেজ