বিজয়ের আকাঙ্ক্ষা

Khalid

বিজয় শব্দ টা খুবই সহজ মাত্র তিনটি অক্ষরের সমন্বয় । কিন্তু এই শব্দের পেছনে লুকিয়ে আছে হাজারো শ্রম , কষ্ট ও আকাঙ্ক্ষা । প্রত্যেকটা বিজয়ের পিছনেই এই অনুভূতিগুলো ওতপ্রোতভাবে জড়িত । প্রত্যেকটা মানুষের পেছনে কিছু-না-কিছু বিজয় রয়েছেই । যেমনটা আমার বেলায় হয়েছিল । আমি ক্লাসের মধ্যে ছিলাম সবচাইতে কম মেধাবী । কিছু পড়লে মনে থাকত না, কোন প্রেজেন্টেশন করতে পারতাম না। ছাত্ররা আমাকে নিয়ে হাসাহাসি করতো । যখন আমি psc পরীক্ষা দেই । আমার রেজাল্ট খারাপ আসে । যে কারণে আমার মা-বাবা খুবই কষ্ট পায় । এবং কিছু শিক্ষক আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে । যেটা আমার মনে আঘাত করে । ঠিক সেদিনের পর থেকেই আমি আমার নতুন উদ্যোমে পড়ালেখা শুরু করি এবং আমি আমার মত চেষ্টা চালিয়ে যাই । নিজের মধ্যে একটা উদ্যমতার স্পৃহা তৈরি করি । যার ফলাফল দাঁড়ায় jdc তেও GPA5 ..... ssc তেও GPA5 । আমি মনে করি এটা আমার জীবনের একটা অন্যতম বিজয় । তাই জীবনের প্রত্যেকটা বিষয়েই যদি তুমি বিজয় আনতে পারো তাহলে সেটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় । এবং এই উদ্যমী এগিয়ে যেতে হবে আমাদের ।