Mahim ahmed
--ভাই, আমাকে "আপনি" করে বইলেন না, "তুমি" করে বলবেন! আমি আপনার জুনিয়র। --কিভাবে?? --ভাই, আমি HSC 19 batch. শেরে বাংলা কলেজে পলিটিক্যাল সাইন্সে অনার্স 1st year। SSC তে 4.06, আর HSC তে 3.99 পেয়েছিলাম। খারাপ ছাত্র তো তাই পাবলিক ভারসিটি তে সুযোগ হয় নাই৷ ন্যাশনালে পড়ি। (জিনস এর প্যান্ট পরা ছেলেটার পরিষ্কার বাংলা শুনে থমকে গেলাম! সময় কিছু মূহুর্তের জন্য যেন স্থির হয়ে গেল) --তাহলে তুমি এই পেশায়? অন্য part time কোন কাজ করে তো পড়াশোনা চালিয়ে যেতে পারতা? --ভাই, দুইটা বোনের বিয়ে দিয়েছি এই পেশা থেকেই। পরিবার চালাই, ছোট ভাই এর পড়াশোনা আর নিজের ঢাকাতে চলা ফেরা। -- Next plan কি তোমার? -- ভাই, অনার্স শেষ করেই IELTS দিব, বাহিরে মাস্টার্স করার ইচ্ছে আমার প্রচুর! (মানুষ বড় অদ্ভুত এক প্রাণী, প্রতি নিয়োতো নতুন ভাবে সজ্ঞায়িত করতে হয়।) এই মানুষগুলো কিভাবে যেন কারো সাহায্য ছাড়াই এগিয়ে যায়, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষ তার স্বপ্নের সমান বড়!!