বাংলাভাষা-পরিআয়

marufkhan

জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষে৷ কিন্ত সবচেয়ে অসম্পূর্ণ হয়ে সে জন্মগহন করে৷ বাঘ ভালুক তার জীবনযাত্রার পনেরো-আনা মূলধন নিয়ে আসে পকৃতির মালখানা থেকে৷ জীবরঈভূমিতে মানুষ এসে দেখা দেয় দুই শূন্য হাতে মুঠো বেধেঁ৷