Mst shanta
মানব জীবন সে তো বড়ই বিচিত্র কারো জীবনে বাজে সুখের সানাই আবার কারো জীবনে নেমে আসে বেদনার করুন সুর, ঠিক তেমনি একজন নারী শত দুঃখ কষ্টেও হার মানেনি জীবন নামক যুদ্ধের কাছে, ছবিরন নেছা যে স্বামী হারা হয়েছে প্রায় ৬বছর সংসার জীবনে তার একমাত্র মেয়ে আর বৃদ্ধ মা,মেয়ে বিয়ে হয়ে যাওয়ার জন্য থাকে স্বামীর ঘরে। তাই ছবিরন নেছা তার বৃদ্ধ মা কে নিয়ে জীবন পার করছে। ছবিরন নেছা র মা ও স্বামী হারা হয়েছে প্রায় ৩৬বছর, এখন তার বয়স ১০৬ বছর চোখে দেখতেও পায়না ঠিক করে কানেও শুনতে পায়না,হাজারো রোগে রোগাক্রান্ত শরীর ময়রন বেগম এর,ময়রন বেগম ১০৬ বছর বয়সে এসেও তার ভাগ্যে মেলেনি বিধবা ভাতা বা বয়স্ক ভাতা,অনেক কষ্ট করে পরের বাড়ি কাজ করে দুবেলা দুমুঠো আহার যোগাতে অসুস্থ্য শরীর নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় ছবিরন নেছা কে তবুও কোন দিন আহার জোটে আবার কোনো দিন না খেয়ে অনাহারে কাটাতে হয় মা মেয়ে কে। কে দেখবে তাদের এই দুঃখ কষ্ট? কে মেটাবে তাদের এই হাহাকার করা যন্ত্রণা আর দুঃখ দূরদশা? কবে তারা নিতে পারবে একটু প্রশান্তির নিশ্বাস? ছবিরন নেছা ও তার মা ময়রন এর জানা নাই। তাদের মাথা গোজার ঠাই বলতে ছোট্ট একটা খুপরি ঘর, আর সেই ঘরের সব দিকেই শুধু দরজা। বৃষ্টি হলেই ভিজতে হয় ঘরে বসে মা মেয়ে কে, তবুও হার মানে নি ছবিরন সে তার বৃদ্ধ অসুস্থ্য মাকে একটু ভালো রাখার আশায় জীবন যুদ্ধ টা আজও চালিয়ে যাচ্ছে। ছবিরন নেছা র জানা নাই কবে শেষ হবে এই কষ্ট নামক যুদ্ধটা