মোঃ নাইম ইসলাম পারভেজ
বিজয় কথাটা অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় পড়েছি কিন্তু সত্যিকার অর্থে বিজয়ের অর্থ কিংবা বিজয়ের স্বাদ বুঝতে পারতাম নাহ কখনও বা কোনোদিন পারি ও নাই।হঠাৎ একদিন পেরেছিলাম আর হ্যাঁ সেদিনের কথাই বলবো আজ আপনাদের। আমার বয়স সবে ১৭ শেষ হয়ে ১৮ ছুঁইছুঁই তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি মাত্র। আর তার পরপরই বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে চান্স নেওয়ার জন্য হাড়ভাংগা পরিশ্রম শুরু করেছি। তারপর কিছুদিন পর রেজাল্ট দিলো উচ্চ মাধ্যমিকের তাতে দেখলাম আহামরি ভালো রেজাল্ট করতে পারিনি যদিও এটা নিজের ব্যার্থতা ছিল তারপরও মেনে নিয়ে পরিশ্রম শুরু করলাম।অতঃপর বিশ্ববিদ্যালয় গুলোর পরীক্ষা শুরু হলো আমি একটা একটা করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া শুরু করলাম কিন্তু তারপরও পড়াশোনায় ঘাটতি থাকায় কোনো বিশ্ববিদ্যালয়েই চান্স হচ্ছিল না আমার। পরীক্ষা দেওয়া প্রায় শেষ সবজায়গায়।একপর্যায়ে খুব ভেঙ্গে পড়লাম ভাবলাম আমাকে দিয়ে কিছু হবে নাহ আর। বাড়িতেও বলতে পারতাম নাহ বাবা মা কে।হঠাৎ একদিন একটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিলো তাতে দেখলাম চান্স হয়েছে আমার আর তার পরই তড়িঘড়ি করে বাসায় ফোন দিলাম আর দিয়েই আব্বা-আম্মাকে বলে যে শান্তি পেয়েছিলাম তাতে তখন আমার মনে হয়েছিল যে আমি বিজয়ের স্বাদ পেয়েছিলাম।আর অনুভব করতে পেরেছিলাম বিজয় কতটা আনন্দের।