সংগ্রামী জীবনে আমার সফলতার গল্প

সাদিয়া

আমার স্বপ্ন আর আমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, আমি সেটি কখনো জানতেও পারতাম না যতদিন না আমি সেটি চেষ্টা করে দেখতাম,,, আমার জীবনটা কিন্তু একান্তই আমার আমি কী হব কী করবো সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা আমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো।ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই। আমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ! আমি যখন ক্লাস সেভেন এ পরতাম আমি খুব ভাল ছাত্রী ছিলাম না তাই অনেকেই অনেক কথা বলত,,,আমার খুব মন খারাপ হইত,,,, বাসাই এসে অনেক কাদলাম মনে মনে অনেক জিদ কাজ কইতেছিল। পরে আমি ভাবলাম আমার ভাল কিছু করতেই হবে,,,, সেদিন থেকে শুরু করলাম লেখা পড়া।আল্লাহর অশেষ রহমত এ পরবর্তী ক্লাস এ অনেক ভাল রেজাল্ট করলাম,,।আমার রুল 1 হইল,,, আলহামদুলিল্লাহ!!!!! তার পর থেকে অনেক ভাল করে পড়াশুনা শুরু করলাম,,,,,,আল্লাহর ইচ্ছাই এবং আমার অক্লান্ত পরিশ্রমে জে এস সি তে A+ পেলাম,,,,,তার পর থেকে আমার জীবনের এই বিশাল পরিবর্তন আমি নিজেই লক্ষ করি,,, এই বিশাল বিজয় আমার জীবনের এক খুশির উল্লাস,,,,কিন্তু বিজয় অর্জন এর চেয়ে তা ধরে রাখা অনেক কঠিন,,,,,এখন আমার জীবনের এই প্রাথমিক বিজয় কে ধরে রাখতে অক্লান্ত পরিশ্রমে করে যাচ্ছি এবং সবার কাছে দোয়া প্রাথী ,,,,,,, বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন- জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাব??? ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা- কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। আমি ব্যর্থ হলে তার যন্ত্রণা আমাকে একদম একাকী সইতে হবে, কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই!