সংগ্রামে ছিনিয়ে আনা বিজয়ের ৫০ বছর

সানজিদা মারিয়াম সাদিয়া

যদিও বিজয় শব্দটা অনেক ছোট। কিন্তু এটা অর্জন করা এতোটা সহজ নয়। আমাদের জীবনে বিজয় শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। যা সবসময় অর্জন করা সম্ভব হয়না । তবুও সারা জীবন ভর আমরা বিজয়ের সন্ধানেই ছুটতে থাকি। বিজয় শব্দটি ৩টি বর্ণের একত্রিত রুপ যা পড়তে বলতে ও লিখতে যেমন সহজ নিজের জীবনে তা প্রতিফলন করা ততটাই কঠিন। কখনো তার দেখা মেলে আবার কখনো মেলেনা। তবে বিজয় অর্জনের চেয়ে একে ধরে রাখার ক্ষমতাই প্রকৃত বিজয়। যেমন আমাদের দেশ ও জাতীর জীবনে এক সময় পরাজয়তার কালো ছায়া ঘনিয়ে আসতে শুরু করেছিল । কিন্তু ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও সংগ্রামের পর এই দেশ স্বাধীন হয়েছিল। বিজয় অর্জনের জন্য প্রয়োজন মনোবল, একতাবদ্ধতা ও ইচ্ছা। ১৯৪৭ এর দেশ বিভাগ, ৫২ এর ভাষা আন্দলন, ৫৪ এর নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দলন, ৬৬ এর ৬ দফা আন্দলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান এই সকল সংগ্রামে জয়ী হওয়ার জন্যে করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম হতে হয়েছে একত্র রাখতে হয়েছে মনোবল ও ইচ্ছা অবশেষে চূড়ান্ত রুপে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়। তবে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দলনের চেতনায় । ১৯৫২ সালের ভাষা আন্দলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। যা আমাদের জীবনে বিজয়ে উচ্ছ্বাস নিয়ে আস । এভাবেই আমাদের স্বাধীন বাংলাদেশের বিজয়ের চেতনা অমলিন হয়ে আছে।