সানজিদা মারিয়াম সাদিয়া
যদিও বিজয় শব্দটা অনেক ছোট। কিন্তু এটা অর্জন করা এতোটা সহজ নয়। আমাদের জীবনে বিজয় শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। যা সবসময় অর্জন করা সম্ভব হয়না । তবুও সারা জীবন ভর আমরা বিজয়ের সন্ধানেই ছুটতে থাকি। বিজয় শব্দটি ৩টি বর্ণের একত্রিত রুপ যা পড়তে বলতে ও লিখতে যেমন সহজ নিজের জীবনে তা প্রতিফলন করা ততটাই কঠিন। কখনো তার দেখা মেলে আবার কখনো মেলেনা। তবে বিজয় অর্জনের চেয়ে একে ধরে রাখার ক্ষমতাই প্রকৃত বিজয়। যেমন আমাদের দেশ ও জাতীর জীবনে এক সময় পরাজয়তার কালো ছায়া ঘনিয়ে আসতে শুরু করেছিল । কিন্তু ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও সংগ্রামের পর এই দেশ স্বাধীন হয়েছিল। বিজয় অর্জনের জন্য প্রয়োজন মনোবল, একতাবদ্ধতা ও ইচ্ছা। ১৯৪৭ এর দেশ বিভাগ, ৫২ এর ভাষা আন্দলন, ৫৪ এর নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দলন, ৬৬ এর ৬ দফা আন্দলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান এই সকল সংগ্রামে জয়ী হওয়ার জন্যে করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম হতে হয়েছে একত্র রাখতে হয়েছে মনোবল ও ইচ্ছা অবশেষে চূড়ান্ত রুপে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়। তবে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দলনের চেতনায় । ১৯৫২ সালের ভাষা আন্দলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। যা আমাদের জীবনে বিজয়ে উচ্ছ্বাস নিয়ে আস । এভাবেই আমাদের স্বাধীন বাংলাদেশের বিজয়ের চেতনা অমলিন হয়ে আছে।