বিজয় দিবস. কেমন করে বিজয় এলো বলতে পারো খোকা

Md Ataullah

দেশের কথা জানবে না-হয় ভাববে লোকে বোকা। পাকিস্তানের শোষণ যখন বাড়লো দারুণ বেগে, বাংলা মায়ের দামাল ছেলে উঠল ভীষণ রেগে। অস্ত্র তুলে নিল সবাই প্রতিরোধের ভাষা, কী যে বিরাট যুদ্ধ হলো ভীষণ সর্বনাশা! যুদ্ধ শেষে ফিরল সবাই গর্বে বীরের বেশে, বিজয় তখন পেয়ে গেলাম সোনার বাংলাদেশে। শোনো খোকা, এদেশটাকে বহু দামে কেনা, স্বাধীনতার পুরুষ যারা লাগবে তাদের চেনা।