Tahmina akter
আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিটার সেকশনে চাকরি করি। তাই সাধারণত পরিবারে সময়টা কম দিতে হয়। শত কর্ম ব্যস্তার মধ্যে দিয়ে যখন আমি বাড়িতে ফিরে আসি তখন আমার ছোট ছেলেটির শত আবদার করে বসে আমার কাছে। মাকে সে সারাদিন কাছে পায় না তাই আমাকে বলে আম্মু বন্ধের দিন তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। যখন আমি বন্ধের দিন ছেলেকে ঘুরতে নিয়ে যাই এবং তার সকল আবদার পূরন করি তখন ছেলের মুখে যে হাসি আমি দেখতে পাই আমার কাছে তখন মনে হয় আমি একজন বিজয়ি মা। ছেলের মুখে হাসি দেখলে শত কষ্টের মাঝেও তখন আমার মন ভালো হয়ে যায়।