Musa akondo
হঠাৎই ইচ্ছে হলো বিজয় মাসে ঘুরবো দেখবো অবহেলিত পথশিশুর বিজয় উদযাপন। যে ভাবনা সেই কাজ, নাটোর রেলস্টেশনে প্রায় চোখে পড়ে যাদের ঘরবাড়ি নেই এবং মানুষিক রুগীর তাদের জন্যই মূলত রেলস্টেশন এক আস্থার প্লাটফর্ম। মানুষের দৈনন্দিন জীবন যাত্রা সহজ করতে ট্রেন গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা আমরা জানি, কিন্তু রেলস্টেশনে পথশিশুরা একমুঠ ভাতের জন্য যখন সচেতন মহলের নিকট হাত বাড়িয়ে কিছু টাকা দাবি করে তখন উপলব্ধি করা যায় ক্ষুধা তাদের হাত বাড়াতে বাধ্য করেছে। যাক ওসব কথা এবার আসি আসল কথায়, কিছুদিন আগে তারেক নামে এক শিশু আমার সামনে এসে হাজির, এসেই বলে ফেললো ভাইয়া কেমুন আছো? আমি একটু মনটা খারাপ করেই বললাম আজ আমি ভালো নেই, তারেক বললো ক্যান ভাইয়া? আমি বললাম, আজ ১৬ ডিসেম্বর জানো তুমি? তারেক বললো, নাহ আমি জানমু ক্যামনে! তয় আইজাক সক্কাল থাইকা শুধু খাউন আর খাউন, সক্কাল বেলায় ঘুম থাইকা উঠুনের লগে লগে নাকে আইলো বিরিয়ানির ভাসনা, কানে আইলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি কিছু না বুইঝা উইঠ্যা বইলাম দেখলাম আমার সামনে পইরা রইছে খাউনের প্যাকেট আমি প্যাকেট খুইলা শুরু করলাম খাওয়া, জানেন ভাই মেলা দিন পরে আইজকা পেট্টা ভইরা খাইলাম। ছেলেটির মুখের দিকে তাকাতেই দেখলাম সে আজ খুব খুসি। ছেলেটিকে আমি প্রতিদিনের মতো আজ-ও বললাম "রাকেস দাদার" দাদার দোকান থেকে একটি কল - পাউরুটি নিয়ে এসে খাও। ছেলেটি আমাকে আজ বললো, ভাই আপনে"তো আমারে প্রতিদিন ১০ টেহা কইরা দ্যান খাউনের লাইগা , আইজা আমি অনেক খাইছি আইজা আর টেহা লাগবো না। আমি নির্বাক শ্রোতার মতো ওর কথা শুনছি, হঠাৎ করেই তারেক বলে উঠলো, ভাই প্রতিদিন যদি এমনে মাইক বাচতো প্রতিদিন যদি এমনে খাউন আইতো তাইলে আমার আনন্দ দ্যাহে কেডা! আসুন আমরা আজ হতে প্রতিদিন অসহায় মানুষের পাশে দাঁড়াই, আসুন আমরা প্রতিটি দিনে বিজয়ের আনন্দ উল্লাসে মাতি। নাম: মুসা আকন্দ পড়াশোনা: এনএস কলেজ (নাটোর) বাসা: নাটোর মোবাইল: ০১৭৭৩-১৯০৬৫৪