প্রকৃত স্বাধীনতার স্বাদ

নাদির হোসেন

দেশ স্বাধীন হয়েছে আজ 50 বছর পার হলো এই 50 বছর পর এখনো অনুধাবন করি দেশ কি প্রকৃত ভাবে স্বাধীন হয়েছে আমার মনে হয় হয়নি কারণ দের যদি প্রতি প্রকৃত ভাবে স্বাধীন হতো তাহলে কি দেশের প্রতিটি রন্ধে রন্ধে থাকতো দুর্নীতি ঘুষ পত্রিকা খুলতেই কি দেখতে পেতাম দর্শন খুন সন্ত্রাস রাহাজানি হয়নি যে আবেগ নিয়ে বাঙালির স্বাধীনতার যুদ্ধে নেমেছিল সেই স্বাধীনতা পায়নি সেই স্বাধীনতার জন্য আজও আমি যুদ্ধ করে যাচ্ছি আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি দুর্নীতি আমি পছন্দ করি না এই স্বাধীন বাংলাদেশের প্রতিটি সেক্টর থেকে ঘুষ দুর্নীতি তুলে দেয়ার জন্য আমার নাম রয়েছে অব্যাহত আমি নিজেও জানিনা আমি নিজে দুর্নীতি করিনা দুর্নীতির আশ্রয় দিই না আমার সংগ্রাম প্রতিনিয়ত অব্যাহত রয়েছে কুশ এবং দুর্নীতির বিরুদ্ধে কোথাও সফলতা পেয়েছি বেশিরভাগ সময় হয়েছে ব্যর্থ তবে সেই ব্যর্থতাকে আমি মেনে নেয়নি আমার সংগ্রাম অব্যাহত রয়েছে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কত ত্যাগ তিতিক্ষা করে আমরা স্বাধীনতা পেয়েছি আমার দৃঢ়বিশ্বাস আমিও একদিন সফল হব এদেশ একদিন সফল হবে সমাজ থেকে বিতাড়িত হবেন ঘুষ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি খুন ধর্ষণ হোসনা খাওয়ার জন্য অনেকবার চাকরিতে বিপদে পড়েছি কিন্তু আপস করি নি আপস করিনি দুর্নীতির সাথে যেদিন এই সমাজের বুক থেকে এই অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাস চাঁদাবাজি দূর হবে সেদিনই পাব আমরা প্রকৃত স্বাধীনতা যদি না থাকবে না শ্রেণী বিভেদ সেদিনই পাব আমরা প্রকৃত স্বাধীনতা অপেক্ষায় আছি প্রকৃত স্বাধীনতার একদিন ফিরে আসবে আমাদের মাঝে প্রকৃত সেই স্বাধীনতা