মেহেদী হাসান
আমার নাম মেহেদী। আমি এবার ৮ম শ্রেণি উত্তীর্ণ হয়ে ৯ম শ্রেণিতে পড়ি। আমার বাবা একজন অটো চালক। আমার বাবার তেমন একটা আয় নেই। সেই আয় দিয়ে আমাদের খরচ চালান। আমাকে প্রতিদিন পাঁচ টাকা করে দেয়। আমি সে টাকা জমিয়ে রাখি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ। প্রতি শুক্রবার মানে জুম্মার দিন করে আমাদের মসজিদে মসজিদের উন্নতির জন্য কৌটা যাদের যত খুশি তারা দান করে। আমার ওই জমিয়ে রাখা থেকে আমি পাঁচ থেকে দশ টাকা দান করি। আর কিছু টাকা কোনো জায়গা বা স্কুলে নিয়ে যাই। কারণ রাস্তায় যদি কোনো ভিক্ষুক দেখি তাকে কম হোক বেশি হোক তাদের কে দেই। কারণ দেখি রাস্তায় যখন ভিক্ষুক যখন যাদের টাকা আছে তাদের কাছে যায় তারা ভিক্ষুক কে টাকা না বলে নাই, এমনকি কিছু লোক আছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। তখন আমার খুব খারাপ লাগে। এমনকি আমি বড় হয়ে একটা বৃদ্ধা শ্রম দিবো। আর পথ শিশুদের জন্য এতিমখানা দিবো। এবং পথ শিশুদের জন্য একটা ছোট একটা স্কুল দিবো। এবং তার নাম দিবো পথ শিশুদের স্কুল।