বঙ্গবিজয়

Shital Chandra Das

১৬ ডিসেম্বর মহাসমারোহের দিন বাংলাদেশ এবং বাঙ্গালি জাতির জন্য। এই দিনে রহমান চাচা তার মেয়ে খুশি কে বলছে খুকি আমাদের বাংলাদেশ ত এখন স্বাধীন, শত্রুমুক্ত। খুশি বলছে বাবা স্বাধীনতা কি? বুড়ো রহমান কাশি দিতে দিতে বলল, স্বাধীনতা হচ্ছে ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা কবিতা। স্বাধীনতা হচ্ছে বিশ্বদরবারে আমাদের পরিচিতি।স্বাধীনতা হচ্ছে বিজয়ের সুর। স্বাধীনতা হচ্ছে কলমের কালির নিরবাক কথোপকথন।খুশি বাবার আরো কাছে গিয়ে বসে জিজ্ঞেস করল বাবা কলমের কালি কি কথা বলতে পারে? অশ্রুসিক্ত নয়নে রহমান বলে পারে মা পারে। খুশি বলছে বাবা আমরা কিভাবে বিজয় লাভ করি। বাবা বলছে মারে সে এক বিশাল ইতিহাস। মানব দানব লড়াই। চিরদিন মুক্ত হবার ইতিহাস। এই বলে এক দীর্ঘনিশ্বাস ফেলল।আসলেই ত বাঙ্গালি বীরের জাতি।