Sumi saha
আমার ছোটবেলা থেকে সপ্ন ছিল আমি একদিন না একদিন নিজের পায়ে দাঁড়ব।পরিবারের পাসে দাঁড়ব।জীবনে অনেক কষ্ট বাধা বিপওি পেরিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছি।আমার মা আমাকে খুব সাহায্য করেছে।আমি পরিবারের পাশে দাঁড়ারে পেরেছ। আমি পরিবারের পাশে দাঁড়নোর পাশাপাশি আমার এরএকটি সপ্ন ছিল আমি যদি কখনো নিজের পায়ে দাঁড়ারে পারি আমি কিছু অনাথ বাচচাদের দায়িত্ব নিব।আর আজ আমার সেই ছোট্ট সপ্ন টি পূরন হয়ছে।আমি আর আমার পরিবার মিলে আমরা কিছুআনাথ বাচ্চাদের সাহায্য করছি।তাদের মুখে হাসি ফুটিয়েছি।তাদের মুখে আমি বিজয়ের হাসি দেখেছি।তাদের চোখে আমি নতুন সপ্ন দেখেছি।নতুন ভাবে বাঁচার চেষ্টা দেখেছ। যাই হোক আমি আমার জীবনের বিজয় ছোট শিশুদের মাঝে খুঁজে পেয়েছ। এই আমার পরম সৌভাগ্য।আমি দেখেছি ছোট্ট মুখে বিশাল বিজয়ের হাসি।