Md Saeid Anowar
আমরা মধ্যবিও ছোট পরিবার । আমার পরিবারের আমি বড় ছেলে ।এখনো পড়ালেখা করি মাষ্টার্সে । আমার ছোট ভাই , বোন আছে ।আমার বাবা ব্যাবসায় সিমেন্ট এর ব্যাবসায় করতো বহুদিন । হঠাৎ ব্যাবসায় করতে করতে লেনদেনে বাকী পড়ে যায় যার ফলে ব্যাবসায় কে এগিয়ে নিয়ে যাবে মূলধন আর নেই । আমি তখন ইন্টারে পড়ি । তখন বুঝতে পারি বাবার কষ্ট । যখন পড়ালেখা কিংবা প্রাইভেট পড়ার জন্য টাকা চাই তখন বাবার মলিন মুখটা দেখে আর টাকা চাওয়ার সাহস পাই না । আর কি ইন্টার শেষ হলো মোটামুটি ভালো রেজাল্ট করলাম । এখন পরিবারের অভাব আরো দিন দিন বাড়ছে । আমি টিউশনি শুরু করি বাসায় গিয়ে পড়াই ভালো টাকা দেয় । ভাবলাম সম্মান টাকা দুইটাই আছে এইটাই করি । তারপর আস্তে আস্তে টিউশনি বাড়তে লাগলো ,, আমি আমার নিজের বাসায় সেন্টার দিয়ে দেই । দেখা যায় মাস শেষে ভালো টাকা আসতে শুরু করেছে । আর কি পরিবারের সবার মুখ এখন হাস্যো উজ্জল সবাই বিজয়ের হাসি হাসছে । এইটাই আমার বিজয়ের গল্প ,,পরিবারের কষ্টকে হাসিতে পরিনত করেছি ॥