রক্ত দিয়ে কেনা স্বাধীনতা

MD Raju Raju

16 ডিসেম্বর 1971 পুরো বাঙালি জাতি দাসত্বের জীবন থেকে মুক্তি পায় স্বাধীনতা হয় তবে স্বাধীনতা এমনি এমনি আসিনি এক সাগর রক্তে দিয়ে কেনা স্বাধীনতা দুই লক্ষ মা বোনের সম্মান 30 লক্ষ বীর দেশপ্রেমী যোদ্ধা রক্তে লেখা এই স্বাধীনতা, 16 ডিসেম্বর 1971 নয় বছরের হাশিম তাকিয়েছিল সকালের সূর্যের দিকে. চোখ থেকে ঝরছে অঝোরে পানি, 9 মাস আগে হালিম ছিল তার পিতা-মাতার চোখের মনি, ঘুম থেকে উঠে অস্থির হত তাদের না দেখতে পেলে. সালো 1971 7 ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেওয়ার পরে, হাসিবের বাবা রহমত. নিজ জন্মভূমিতে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন বীরের বেশে যুদ্ধে অংশগ্রহণ করেন. এই খবর চলে যায় রাজাকারের ক্যাম্পে. সাথে সাথে তারা আসেন হাশিম এর বাড়ি. এবং তার বাবার কথা জিজ্ঞেস করে কিছু না বলায় তাকে এবং তার মাকে ক্যাম্পে নিয়ে. চালায় তাদের ওপর শারীরিক নির্যাতন. অনেক কষ্টে হাশিম পালিয়ে আসেন শহীদ হন তার মা, বাবাও যুদ্ধে শহীদ হয়ে যান, সকালে স্বাধীনতার সূর্য দেখার পরে তাকিয়ে আছেন হাশিম. কাঁদতে লাগলেন অঝোরে বলতে লাগলো হায়রে স্বাধীনতা তোমার জন্য আজ আমি এতিম. তাকিয়েছেন পিতা-মাতার কবরে দিকে এরকম হাজারো হাশিমের পিতা-মাতার জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন. সালাম তাদেরকে.