Shirin akter
সময়টা ঠিক ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে করোনার প্রথম প্রবেশ করে। আমি তখন প্রেগন্যান্ট। তখন সার্বিক পরিস্থিতি ও আমার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দেই। এখন ঘরে বসে নতুন কাজ করার উপায় ছিল না কারণ চারিদিকে সবাই চাকরি যায় যায় অবস্থা। স্যারের সাথে ছিল তারাও অর্ধেক বেতন পেতেন। নিজের শখটাকে বাণিজ্যিক রূপ দিতে শুরু করলাম হাতে তৈরি গহনা ও ক্রাফট্ এর কাজ। তখন থেকেই একটু একটু করে চলছে আমার ছোট অনলাইন পেইজটি। সকলের সহযোগিতা পাই নি। কিন্তু ইনশাআল্লাহ থেমে থাকিনি।এর ই মাঝে কোলজুড়ে এল আমার প্রথম সন্তান। এভাবেই আমার উদ্যোক্তা ও মা হওয়া একসাথে।