Rasel Sikder
পড়ালেখা শেষ করে যখন চাকুরী চাচ্ছিলাম না তখন দিসে হারা হয়ে যাচ্ছিলাম। বাড়ি থেকে চাপ প্রিয়জনের চাপ।সবার মুখে একই কথা কিছু একটা করো।আমি কি আর চেষ্টা কম করছি।চাকুরী খুজতে খুজতে ক্লান্ত।অবশেষে সিদ্ধান্ত নিলাম চাকুরি নামক সোনার হরিন খুজতে ঢাকায় পাড়ি জমাবো।যেমন ভাবনা তেমনি কাজ।পরিচিত এক বন্ধুর কাছে এসে উঠলাম।শুরু হলো আর এক নতুন যুদ্ধের। এখানে সারা দিন না খেয়ে থাকলেও কেউ ডেকে জিজ্ঞেস করে না কিছু খেয়েছো কি না।উপায়ন্তর না দেখে অবশেষে একটা অফিসে দারোয়ানের চাকুরী নিলাম।এখনাে কেউ রাতের ডিউটি নিতো না।আমি ইচ্ছে করেই রাতের ডিউটি নিতাম।কারন রাতে নিরিবিলি পরিবেশে পড়ালেখা করা যায়।আবার সকালে উঠে পাবলিক লাইব্রেরীতে দীর্ঘ লাইনের সারিতে পথম দিক থেকার প্রতিযোগিতা থাকতে।যাতে রুমে যায়গা পাই।এ ভাবে দীর্ঘ যুদ্ধের পরে আমি বিজয়ী হই।আলহামদুলিল্লাহ আমি এখন সরকারের সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার।